Ruqyah
ইসলামে ঝাড়ফুঁক-কে রুকইয়াহ বলে। রুকিয়াহ শরিয়াহ হলো ইসলামে ঝাড়ফুঁকের একটি পদ্ধতি, যা কোরআনের আয়াত বা হাদিসের দোয়া দ্বারা করা হয়। এর উদ্দেশ্য হলো মানুষের শরীর, মন, ও রুহের স্বাস্থ্য, শান্তি, ও সুরক্ষা নিশ্চিত করা।
আমাদের আশেপাশে এমনি কিছু রোগী দেখা যায় যাদের সমস্যা গুলি প্রচলিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে নির্ণয় করা যায় না ফলে উপযুক্ত চিকিৎসা করাও সম্ভব হয় না। বিভিন্ন মেডিকেল টেষ্টে কোন সমস্যা ধরা পরে না কিন্তু অসুস্থতাও সারে না, কোন ওষুধে কাজ হয় না। এধরনের রোগীদের চিকিৎসার জন্য রুকিয় ব্যবস্থা গ্রহন করা হয়।
রুকিয় কেন করবেন:
১) জীন আক্রান্ত রোগীর চিকিৎসায়।
২) যাদুতে আক্রান্ত রোগীর চিকিৎসায়।
৩) বদ নজরে আক্রান্ত রোগীর চিকিৎসায়
ফক্বিহদের মতে রুকইয়াহ বৈধ হওয়ার জন্য ৪ শর্ত পূরণ হওয়া আবশ্যক।
- এতে কোন শিরক বা কুফরির সংমিশ্রণ না থাকা।
- ঝাড়ফুঁকের নিজের কোন সক্ষমতা আছে; এমন কিছু বিশ্বাস না করা। বরং বিশ্বাস করা, আল্লাহর ইচ্ছাতেই এর প্রভাব হয়, আল্লাহর হুকুমেই এর দ্বারা আরোগ্য হয়।
- এখানে পাঠ করা জিনিসগুলো স্পষ্ট আরবি ভাষায় হওয়া।
- যদি অন্য ভাষায় হয়, তবে এমন হওয়া; যার অর্থ স্পষ্টভাবে বোঝা যাবে।
ইসলামি পন্ডিতদের মতে রুকইয়া করার পূর্বে এই আক্বিদা স্পষ্টভাবে জানিয়ে দেয়া উচিত ‘রুকইয়া বা ঝাড়ফুঁকের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহ তা’আলার, আল্লাহ চাইলে শিফা হবে, নয়তো হবে না।
যারা রুকিয়া চিকিৎসা করেন তাদের কে রাকী বলে।
অভিজ্ঞ রাকীর সিরিয়াল নিতে ৭দিন আগে বুকিং দিন।
রোগীর বিস্তারিত জানিয়ে WhatsApp এ মেসেজ দিন 01764-272328